Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
এতদ্বারা কলাকান্দা ইউনিয়ন এর সর্ব সাধারনের অবগতির সহিত জানানো যাচ্ছে যে, আগামী ২৬/০২/২০২২ খ্রিঃ ও ২৭/০২/২০২২ খ্রিঃ তারিখ রোজ শনিবার ও রবিবার সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত একযোগে ১) দশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে -১,২ ও ৩ নং ওয়ার্ড এর জনগণ।
Details
১) দশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে -১,২ ও ৩ নং ওয়ার্ড এর জনগণ।
২)  কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে -৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনগন।
৩) কলাকান্দা গ্রামের সিরাজ মাষ্টার এর বাড়িতে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণ।
 ১২ বছরের উর্ধে সকল নাগরিকদের করোনা ভাইরাসের ১ম টিকা প্রদান করা হবে। যারা নিবন্ধন করেন নাই তারাও পাবেন।শুধুমাত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র তারপরও কোন কিছু প্রমান না থাকলেও কেন্দ্রে চলে আসুন।
মনে রাখবেন এই টিকা আমাদের সকল নাগরিক এর পাওয়ার অধিকার রাখি।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও সাহসী পদক্ষেপে আমাদের বিশ্বে অন্যান্য দেশের তুলনায় কম আক্রান্ত ও মৃত্যু হয়েছে।সকল নাগরিকদের টিকার আওতায় এনে করোনার বিস্তার টেকানো সম্ভব।
এই বিষয়ে স্থানীয় সকল  ওয়ার্ডের সদস্যগণ, রাজনৈতিক, ধর্মীয়, পেশা জীবিদের সার্বিক সহযোগীতা প্রদানে অনুরোধ করা হলো।
এতদবিষয়ে যোগাযোগ করার জন্য
০১৮৫১-২৪৩১১৪
০১৮১৬-১২৬২৬৪
অনুরোধে।
মোঃ ছোবাহান সরকার
চেয়ারম্যান
কলাকান্দা ইউনিয়ন পরিষদ
মতলব উত্তর,চাঁদপুর।
Attachments
Image
Publish Date
24/02/2022
Archieve Date
24/03/2022