Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার ডিলার

প্রধান ডিলার

এরিয়া

সার ডিলারের নাম

গাড়াদহ ইউনিয়ন

হাজী মোঃ শাহ আলম সরকার

 

 

সাব ডিলার বৃন্দ –

এরিয়া

ডিলারের নাম

সুবিল

নাছির উদ্দিন

সুবিল

মোঃ আক্কাছ

বুড়িরপাড়

মোঃ খোরশেদ

বুড়িরপাড়

মোঃ আঃ মতিন

ওয়াহেদপুর

মোঃ আঃ খায়ের

ওয়াহেদপুর

নাজমুল ইসলাম

প্রকল্পসমূহ

 

কলাকান্দা ইউনিয়ন পরিষদ

কলাকান্দা ইউনিয়ন মতলব উত্তর উপজেলার অন্তর্গত একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। মতলব উত্তর উপজেলা হতে কলাকান্দা ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কি.মি.।  বর্তমান সরকারের আমলে কলাকন্দা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গড়তে সুলতানাবাদ ইউনিয়ের জনপ্রতিনিধিগণসহ সমাজের সর্বস্থরের জনগণ কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য অর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কলাকান্দা ইউনিয়নে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এ সকল স্থান পরিদর্ষন করতে বিভিন্ন জায়গা হতে লোকজন আসে।

বর্তমান পরিষদ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও র্বহত্তম জনপদ হলো কলাকান্দা ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

 

ক) নাম- কলাকান্দা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-২,৩৪৫ (একর)।

গ) লোকসংখ্যা – ২২,০৪৫ জন।

ঘ) গ্রামের সংখ্যা- ১৮টি।

ঙ) মৌজার সংখ্যা-২টি।

চ) হাটবাজার সংখ্যা -     ২টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, 

জ) শিক্ষার হার- ৯৩.৭৭%

ঝ) সরকারী বেসরকরী প্রাথমিক বিদ্যালয়-১৪ টি।

ট) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।

ঠ) মাদ্রাসা-০৩ টি।

ড) কলেজ –নাই।

ঢ) কামিল মাদ্রাসা-০১টি।

ণ)  চেয়ারম্যান –জনাব সোবহান সরকার

ত) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –নাই।