Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নোটিশ
Details

এতদ্বারা কলাকান্দা উইনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০-৪৫ দিনের মধ্যে শতভাগ জম্ম-মৃত্যু নিবন্ধন করানোর জন্য নিজ নিজ ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।আপনিও আপনার এনড্রয়েট মোবাইল সেটের মাধ্যমে https://bdris.gov.bd/ application এ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন।১)  জম্ম নিবন্ধনের আবেদনের সময় পিতা ও মাতার অনলাইনে বাংলা ও ইংরেজিতে নিবন্ধিত জম্ম সনদ। ২) আবেদনকারীর মোবাইল নাম্বর যেটাতে ওটিপি আদান প্রদান হবে।৩) জম্মের ৪৫ দিনের বেশী হলে টিকা কার্ড বাধ্যতামুলক।

১) মৃত্যু নিবন্ধনের জন্য মৃতব্যাক্তির মৃত্যুর তারিখ ও কারন ( চিকিৎসকের ব্যবস্থাপত্র সংযুক্ত করতে হবে) (২)  মৃত: ব্যক্তির অনলাইনে বাধ্যতামূলক জন্ম নিবন্ধন থাকতে হবে (৩) আবদেনকারীর অনলাইনে জন্ম নিবন্ধন থাকতে হবে। আবদেনকারীর মোবাইল নম্বর থাকতে হবে। উল্রেখ থাকে যে, মৃত; ব্যক্তির জন্ম নিবন্ধন যেখানে নিবন্ধিত  হয়েছে সেখানে  মৃত্যূ নিবন্ধন হবে। 

সকল আবদেন প্রিন্ট করে আবেদনকপিতে আবেনদকারীর , ওয়ার্ড সদস্য সহ  সংশ্লিষ্ট  সকল দায়িত্বপ্রাপ্ত  জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের স্বাক্ষর করতে হবে। ০-৪৫ দিনের মধ্যে কোন ব্যক্তির নিবন্ধন সম্পূর্ন বিনা ফিতে সনদ  প্রদান করা হয়।

Attachments
Publish Date
02/06/2024
Archieve Date
31/12/2025