এতদ্বারা কলাকান্দা ইউনিয়নের সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার সকল নাগিরকদের (১৮-৫০ বছর) সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছেন।যাহারা সরকারি চাকুরী করেন কিংবা সামাজিক বেষ্টনীতে যুক্ত আছেন যেমন মুক্তিযোদ্ধা ভাতা, বয়ষ্ক ভাতা, বিধবা বা স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা,অন্যান্য ভাতা গ্রহনকারী এবং বর্তমান সময়ে পেনশন প্রাপ্ত কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ পেনশন স্কিমের আওতা ভুক্ত হওয়ার আবেদন করতে পারবেন না। বর্তমানে সরকার ৪টা পেনশন স্কিম চালূ করেছেন যাহা (১) সমতা (২) সুরক্ষা (৩) প্রগতি (৪) প্রবাসি । পেনশন স্কিমে আবেদনকারী এর বয়স ৬০ বছর পূর্ন হওয়ার পর নিয়মিত পেণশন পাবেন মৃত্যূ পূর্ব পর্যন্ত ।সকল জনপ্রতিনিধি ও জন সাধারনের জন্য কলাকান্দা ইউনিয়ন ডিজিটাল সেন্টার অফিস চলাকালীন সময়ে আপনাদের সেবা প্রদানে প্র্স্তুত আছেন। এতদ বিষয়ে সকল ধরনের প্রশ্ন জিজ্ঞাসার জন্য (১) ইউপি চেয়ারম্যান জনাব মো: ছোবহান সরকার-01841243114 (২) ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জনাব শ্যামল চন্দ্র দাস -01816-126264 (৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মো: মোয়াজ্জেম হোসেন -01677-350597 (৪) কলাকান্দা ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্র পরিচালক জনাব আব্দুল বাতেন 01922-326041 এর সহিত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS