Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এলজিইডি'র প্রকল্প

কলাকান্দা ইউনিয়ন পরিষদ

কলাকান্দা ইউনিয়ন মতলব উত্তর উপজেলার অন্তর্গত একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নটি উপজেলার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। মতলব উত্তর উপজেলা হতে কলাকান্দা ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কি.মি.।  বর্তমান সরকারের আমলে কলাকন্দা ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়েছে। বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গড়তে সুলতানাবাদ ইউনিয়ের জনপ্রতিনিধিগণসহ সমাজের সর্বস্থরের জনগণ কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য অর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কলাকান্দা ইউনিয়নে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এ সকল স্থান পরিদর্ষন করতে বিভিন্ন জায়গা হতে লোকজন আসে।

বর্তমান পরিষদ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও র্বহত্তম জনপদ হলো কলাকান্দা ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

 

ক) নাম- কলাকান্দা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন-২,৩৪৫ (একর)।

গ) লোকসংখ্যা – ২২,০৪৫ জন।

ঘ) গ্রামের সংখ্যা- ১৮টি।

ঙ) মৌজার সংখ্যা-২টি।

চ) হাটবাজার সংখ্যা -     ২টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, 

জ) শিক্ষার হার- ৯৩.৭৭%

ঝ) সরকারী বেসরকরী প্রাথমিক বিদ্যালয়-১৪ টি।

ট) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।

ঠ) মাদ্রাসা-০৩ টি।

ড) কলেজ –নাই।

ঢ) কামিল মাদ্রাসা-০১টি।

ণ)  চেয়ারম্যান –জনাব সোবহান সরকার

ত) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান –নাই।